প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি উদ্বোধনকালে পৌর মেয়র
ফরিদগঞ্জসহ সারাদেশে টিসিবির মাধ্যমে কোটি পরিবার উপকৃত হচ্ছে
ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। সোমবার সকালে পৌর এলাকার ৪টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাকালীন সময় থেকে অদ্যবদি প্রতি মাসে সরকার ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এতে ফরিদগঞ্জসহ সারাদেশে কোটি পরিবার উপকৃত হচ্ছে। এজন্য আপনাদের সকলের উচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা ও সমর্থন দেয়া। একইসাথে পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমার প্রতি আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আমি আশাবাদি আমার মেয়াদের বাকী দুই বছরে ফরিদগঞ্জ পৌরসভায় দৃশ্যমান আরো অনেক উন্নয়ন আপনারা দেখতে পারবেন।
এ সময় তাঁর সাথে প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, আবুল হাশেম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।