প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
সংযম সাধনায় মানবিকতার আলোয় উদ্ভাসিত ও আনন্দময় হোক সবার জীবন
---------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি চাঁদপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম উম্মাহ পুরো একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা। সংযম সাধনায় মানবিকতার আলোয় উদ্ভাসিত ও আনন্দময় হোক সবার জীবন। সাম্য ও সম্প্রীতির বন্ধনে আনন্দমুখর হয়ে উঠুক শ্রেণী-পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। ডাঃ দীপু মনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই।
ঈদ মোবারক।