বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো দশ পরিবারের ঈদ আনন্দ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো দশ পরিবারের ঈদ আনন্দ

হাজীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দশ পরিবারের ঈদ আনন্দ। এ সকল পরিবার এখন খোলা আকাশের নিচে বসতি গড়েছে। নারী শিশুরা রয়েছে উৎকণ্ঠায়। ৭ এপ্রিল রোববার বিকেলে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখ বাড়িতে। এ বাড়ির জাকিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে বাড়ির লোকজন জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো : হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে তাদের সব পুড়ে গেল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোহাম্মদ উল্যাহ বুলবুল নামের একজন জানান, আগুনের ঘটনায় এ পরিবারগুলোর পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি। এলাকাবাসী ও দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর বাকি ৩টি বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান চাঁদপুর কণ্ঠকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাল ও ৩০টি কম্বল দেয়া হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়