প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাবের ভবন নির্মাণে সয়েল টেস্ট সম্পন্ন
শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে সয়েল টেস্ট তথা মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল শনিবার শাহরাস্তি উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এ পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মাটি পরীক্ষার কাজ সম্পন্ন শেষে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম রতন। উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।
সম্মানিত সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান, জসিম উদ্দিন, রাফিউ হাসান হামজা, হাসান আহমেদ বাবলু, আবু মুসা আল সিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, ফিরোজ বেপারী প্রমুখ। এ সময় ভার্চুয়ালি সৌদি আরব থেকে যুক্ত হন সাংবাদিক নাট্যকার রোটাঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও কাতার প্রেসক্লাবের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন।