বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে যুক্ত হয়েছে ফেরি মহানন্দা

অনলাইন ডেস্ক
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে যুক্ত হয়েছে ফেরি মহানন্দা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটে নতুন করে যুক্ত হয়েছে ফেরি মহানন্দা। ইতঃমধ্যে ফেরিটি যাত্রী ও ট্রাক পারাপার শুরু করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ।

৭ এপ্রিল রোববার দুপুরে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহঃ ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর নরসিংহপুর ফেরিঘাট সূত্রে জানা যায়, শরীয়তপুরের নরসিংপুর-চাঁদপুর ফেরিঘাটে নিয়মিতভাবে ৬টি ফেরি চলাচল করত। এসব ফেরির সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে ফেরি মহানন্দা নামে একটি বড় ফেরি ঘাটে যুক্ত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ফেরি মহানন্দা যাত্রী ও পণ্যবাহী ট্রাক পারাপার শুরু করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টার্মিনাল ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখাসহ নৌ দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া নদীর মোহনায় ঘূর্ণাবর্ত চিহ্নিতকরণ করে ফেরি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা মেনে নরসিংহপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল করবে।

নরসিংহপুর ফেরিঘাটের সহঃ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, এ বছর প্রধানমন্ত্রী কার্যালয় ও বিআইডব্লিউটিসির নির্দেশনা অনুযায়ী ঘাটে মহানন্দা নামে একটি বড় ফেরি যুক্ত হয়েছে। নতুন ফেরি যুক্ত হওয়ায় নরসিংহপুর-চাঁদপুর নৌপথে যাত্রীরা নিশ্চিন্তে ঈদযাত্রা করতে পারবেন। নতুন করে যুক্ত হওয়া ফেরিটি ঈদের পরেও নরসিংহপুর-চাঁদপুর নৌপথে নিয়মিত চলাচল করবে।

উল্লেখ্য, নরসিংহপুর-চাঁদপুর নৌপথে ফেরি কাকলী, কেতকী, কস্তুরী, কামিনী, কুমারী ও কলমিলতার সঙ্গে মহানন্দা যুক্ত হওয়ায় এ রুটে মোট ফেরির সংখ্যা হয়েছে ৭টি। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়