বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুর যুব ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো শতাধিক গরীব ও অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর যুব ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো শতাধিক গরীব ও অসহায় পরিবার

চাঁদপুর যুব ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসচ্ছল, অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার বিকেলে সাহিত্য একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। তাদের এই ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনিসহ ঈদের নানাবিধ খাদ্যপণ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটানোর মত ভালো কাজ আর নেই। এই ভালো কাজটি করে যাচ্ছে চাঁদপুর যুব ফাউন্ডেশন। চাঁদপুর শহরের একদল মেধাবী পরিশ্রমী যুবকের এ সংগঠনটি বিভিন্ন দুর্যোগ এবং উৎসবে সমাজের অসচ্ছল, অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে থাকে। এটি তারা তাদের উপার্জনের অর্থ থেকে করে থাকে। আজকেও শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। আপনারা তাদের জন্যে দোয়া করবেন।

পৌর মেয়র আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের চাঁদপুর-৩ আসনের মানীয় সাংসদ সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরের ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির জন্যে দোয়া করবেন। তারাও যেন দেশ এবং মানুষের জন্যে কাজ করতে পারেন। আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনারাও যাতে দান করার সামর্থ্য অর্জন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আসন্ন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া।

সংগঠনের সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজালাল খান রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ উজ্জ্বল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহআলম বকাউল, রানা সাহা (পানু), সহ-সভাপতি মোহাম্মদ রিপন ঢালী, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সুমন রায়, সাইফুল ইসলাম আকাশ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ ফারুক মোর্শেদ সুমন, মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার রুপা, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া, মনজুর হোসেন আবুল বাশার, কাদির মৃধা, ব্যবসায়ী আকবর হোসেন লিটন বেপারী, জসিম মোল্লা, মোহাম্মদ রফিকুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়