প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ডাকাতিয়া নদী হতে শিশুর মৃতদেহ উদ্ধার করলো কোস্ট গার্ড
চাঁদপুর জেলার সদর উপজেলাধীন ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৬ এপ্রিল শনিবার বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দুপুর দুটার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট উদ্ধারকারী দলসহ চাঁদপুর জেলার সদর উপজেলাধীন সাহেব বাজারের চরমেশা এলাকা সংলগ্ন ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কৃষ্ণ দাস (৮) নামের একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কৃষ্ণ চন্দ্র দাস চাঁদপুর জেলার সদর উপজেলাধীন চরমেশা গ্রামের বিশ্বজিৎ চন্দ্র দাসের ছেলে। পরবর্তীতে মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শিশুটি ওইদিন বেলা বারোটার সময় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।