প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণকালে শাখাওয়াত জামিল সৈকত
ভালো কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে
চাঁদপুরে সুবিধাবঞ্চিত শতাধিক শিশু পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশু পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
এ সময় তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছ্বাস আপনার পরিবারের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন। মোঃ বাসেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহম্মদ, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ, সাবেক সভাপতি লিও ইমরান খান, বর্তমান সভাপতি ফাহিম আল ইসলাম ও মনজুর হোসেন প্রমুখ।