বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে লক্ষ মুসল্লির জুম’আতুল বিদা’ আদায়

কামরুজ্জমান টুটুল ॥
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে লক্ষ মুসল্লির জুম’আতুল বিদা’ আদায়

মেঘলা আকাশের নিচে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এক সাথে লক্ষাধিক মুসল্লি জুম’আতুল বিদা’র নামাজ আদায় করেছেন। শুক্রবার (৫ এপ্রিল) জুম’আতুল বিদা উপলক্ষে জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার মুসল্লি এ মসজিদে নামাজ পড়তে আসেন। সকাল ১০টার মধ্যে সুবিশাল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ, আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন, কওমী মাদ্রাসা ভবন, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধ্যা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক, প্রাইম ব্যাংক ভবন, সাবেক পৌরসভার উপরে বিশাল জামাতের আয়োজন করে। এসব ভবন সাড়ে ১২টার মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। জুমার নামাজের আজানের পর বয়ান পেশ করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

বেলা ১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোডের সম্মুখ থেকে শুরু করে পূর্ব বাজারস্থ বড় ব্রীজ পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার ছড়িয়ে পড়ে। এ সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মুফতি আব্দুর রউফ। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। এ সময় আল্লাহর দরবারে পানাহ চেয়ে জুম’আতুল বিদা’র মোনাজাতে মুসল্লিদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

জুম’আতুল বিদা’র জামাতের প্রস্তুতি ও জুম’আতুল বিদা’র জামাত প্রসঙ্গে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ প্রখর রোদ, আর প্রচণ্ড গরম উপেক্ষা করে বিশাল জামাতে নামাজ আদায় করেছি। অন্যান্য বছরের চেয়ে এবার জুম’আতুল বিদা’র নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় সম্পন্ন হয়েছে।

এ সময় পৌরসভা, থানা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশাল জামাত মসজিদ কর্তৃপক্ষের একার পক্ষে আয়োজন করা কঠিন। সবার আন্তরিক সহযোগিতা না থাকলে জুম’আতুল বিদার নামাজ শৃঙ্খলার মধ্য দিয়ে আদায় করা সম্ভব হতো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়