বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও পৌরসভার পৃষ্ঠপোষকতায়

মাসব্যাপী বৈশাখী মেলার কার্যক্রম শুরু ১০ এপ্রিল

১২ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মাসব্যাপী বৈশাখী মেলার কার্যক্রম শুরু ১০ এপ্রিল

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় প্রেসক্লাব ভবনের পেছনে ডাকাতিয়া নদীর তীরে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার কর্মযজ্ঞের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে মাঠের প্রস্তুতির কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এই মেলার কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে শুরু হলেও ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এই প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় ডাকাতিয়ার তীরভূমিতে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন মেলা মঞ্চে থাকছে চাঁদপুরের অর্ধশতাধিক সাংস্কৃতিক ও নাট্যসংগঠনের পরিবেশনা। এছাড়া সাহিত্যিকদেরও এই মেলায় ব্যাপক কর্মকাণ্ড রয়েছে। ইতোমধ্যে সংগঠনগুলো ব্যাপক তৎপর হয়ে উঠেছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থাকছে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। মেলার কার্যক্রমের প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মেলার সার্বিক দায়িত্বে রয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও বর্তমান ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু। সাংবাদিকতার পাশাপাশি এই তিনজন সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি থাকায় প্রেসক্লাব থেকে তাদের তিনজনের উপর এই দায়িত্ব অর্পণ করা হয়। ইতোমধ্যে মেলার ৮০ ভাগ কার্যক্রম সমাপ্তের পথে।

শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী ও এমআর ইসলাম বাবু জানান, আমরা শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে মেলার আয়োজন করছি। চাঁদপুরের শিল্প-সংস্কৃতির কর্মকর্তা-কর্মীদের সাথে নিয়ে আমরা চাঁদপুর প্রেসক্লাবের এই বিশাল কর্মযজ্ঞ করার অনুপ্রেরণায় মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলার আয়োজন করেছি। স্টল সীমিত হওয়ায় স্টলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আমরা দেশের বিভিন্ন জেলার মেলার আয়োজকদের সাথে যোগাযোগ রক্ষা করে মেলার জন্যে স্টল আনার চেষ্টা করছি। মতলব উত্তর উপজেলার বদরপুর শাহসুফি সোলেমান লেংটার ওরশের মেলায় দোকানিদের সাথে আলোচনা রক্ষা করে চলছি। আমাদের মেলায় দোকানিরা আসতে শুরু করেছে। তবে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে কম-বেশি ছোটখাটো মেলা রয়েছে, এগুলো শেষ হলে দোকানি চাঁদপুরের বৈশাখী মেলায় আসবে। আমরা চাঁদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক ও চাঁদপুর পৌরসভার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মেলা চলাকালে বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলামঞ্চে প্রতিদিন থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। বাচ্চাদের বিনোদনের জন্যে একাধিক রাইডস স্থাপন করা হচ্ছে। গ্রামবাংলা ঐতিহ্যের এসব রাইডস শিশুদের বিনোদন দিবে বলে আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়