প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০
নৌ পুলিশের অভিযানে ১০ জেলে আটক
কারেন্ট জাল ও ৩ জেলে নৌকা জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকাসহ মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার। ১৫ মার্চ শুক্রবার রাত পৌনে ৮টায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, ১৪ মার্চ সন্ধ্যা হতে ১৫ মার্চ সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতারকৃত আসামী ১০ জন। চাঁদপুর নৌ থানার অফিসার ফোর্সসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদী এলাকা হতে মোঃ আরিফ ছৈয়াল (২০), মোঃ ইয়াসিন ছৈয়াল (২৮), রাজু ছেয়াল (৩৫), মোঃ হাসান বেপারী (২৫), মোঃ আবু সুফিয়ান (২০), মোঃ জিসান (১৬), মোঃ নবীর হোসেন (১৮) সর্ব সাং-তরপুরচণ্ডী, মোঃ মামুন হোসেন আলী (৩৫), মোঃ শাহজালাল (২৪) উভয় সাং- দাসাদী, সর্ব থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিনচালিত জেলে নৌকা জব্দ করা হয়।