শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০

সমাজকল্যাণমন্ত্রীর বাণী

অনলাইন ডেস্ক
সমাজকল্যাণমন্ত্রীর বাণী

বাঙালি জাতির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেতৃত্বে-ত্যাগে-সাহসে-ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন মহাকালের মহানায়ক। তাঁর আদর্শ ও সংগ্রামের কীর্তিগাঁথা কেবল বাংলার মানুষের জন্যে নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জন্যে অনুসরণীয় অনুকরণীয়। যেখানেই বঞ্চনা-লাঞ্ছনা-শৃঙ্খলের নাগপাশ থাকবে, যেখানেই স্বাধীনতার জন্যে মুক্তিকামী মানুষের মুষ্টিবদ্ধ হাত উঠবে-সেখানেই মুক্তির বাতিঘর হয়ে থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ও নিরন্তর সংগ্রাম।

প্রকৃত নেতার সঙ্গে আপামর মানুষের থাকে প্রাণের সংযোগ। বঙ্গবন্ধু তেমনই নেতা ছিলেন, জনতার হৃদয়ধ্বনি তিনি সহজেই বুঝতেন। প্রধানমন্ত্রী হয়েও সাধারণ মানুষের জন্যে তিনি খুলে রেখেছিলেন বাসভবনের অবারিত দ্বার। আপামর মানুষ খুব সহজেই পৌঁছে যেত তাঁর অফিসে ও বাড়িতে। বঙ্গবন্ধুর তুলনা তিনি নিজেই।

আজ বঙ্গবন্ধুর জন্মদিন। ১৯২০ সালের এদিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অবিস্মরণীয় এই ঐতিহাসিক দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বাংলাদেশ এখন দুর্বার গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির জনকের আদর্শ ধারণ করে এই অগ্রগতির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে-এই প্রত্যাশা করি।

ডাঃ দীপু মনি এমপি

মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়