শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০

মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

কারেন্ট জালসহ ১৪টি চায়না চাঁই ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার ॥
মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

জাটকা সংরক্ষণ অভিযানের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় এক হাজার ৫০০ মিটার কারেন্ট জালসহ ১৪টি চায়না চাঁই ও পাঁচটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন : শাহজালাল বন্দুকশী (২৭), জাকারিয়া (১৯), মোঃ সাগর (১৯), মোঃ আল-আমিন (১৩), শাহাদাত হোসেন (১২), আমিনুদ্দিন বেপারী (৩২), মোঃ বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)।

ওসি কামরুজ্জামান বলেন, বুধবার রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলেদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল ও নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়