প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০
জেলেরা চাল নয়, টাকা চায়
ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করে যাদের জীবন জীবিকা নির্বাহ হয়, সেসব জেলে সরকার থেকে প্রাপ্ত চালের পরিবর্তে টাকা দাবি করেছে। বছরের যে ক’টি সময় তাদেরকে নদীতে নামতে দেয়া হয় না, সরকারিভাবে মাছ ধরা নিষেধ থাকে, সে সময়ে তাদেরকে যেনো চালের পরিবর্তে টাকা দেয়া হয়। জেলেরা মৎস্য মন্ত্রীর সামনে এ দাবি জানিয়েছে। জেলেদের চাল নিয়ে অনেক চালবাজি করা হয়, সে জন্যে জেলেরা চালের পরিবর্তে নিজ নিজ একাউন্টে টাকা পাঠানোর দাবি জানিয়েছে।
গত ১১ মার্চ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন হয়। জাতীয় এ কর্মসূচি চাঁদপুর বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আবদুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া মৎস্য মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে দুই সহস্রাধিক জেলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলেদের প্রতিনিধি বক্তব্য রাখেন এবং জেলেরা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের প্রধান দাবি ছিল--মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম। এ সময় নদীতে জাল ফেলা নিষেধ থাকে। এছাড়া মা ইলিশ সংরক্ষণের সময়ও ২১ দিন নদীতে জাল ফেলা যায় না। এ সময়ে সরকার তাদেরকে চাল দিয়ে সহায়তা করে থাকে। জেলে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়া হয়। দেখা গেছে যে, বাস্তবে ৪০ কেজি করে চাল পাওয়া যায় না। ৩-৪ কেজি চাল কম থাকে। সে জন্যে জেলেরা দাবি জানিয়েছে তাদেরকে চালের পরিবর্তে টাকা দেয়ার জন্যে। জেলেদের নিজ নিজ একাউন্টে টাকা চলে আসবে। এটা করা হলে আর কোনো সমস্যা হবে না। জেলেদের এই দাবির সাথে ইউপি চেয়ারম্যানরাও একমত পোষণ করেছেন। তারা বলেছেন, সরকার জেলেদের জন্যে চাল বরাদ্দ দেয়। কিন্তু এই চাল সিএসডি গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে নিতে পরিবহন খরচ অনেক। সরকার থেকে এই খাতে কোনো বরাদ্দ দেয়া হয় না। সে জন্যে চাল বিতরণে কিছু অনিয়ম হয়ে থাকে। সে জন্যে চেয়ারম্যানরাও দাবি জানিয়েছেন জেলেদেরকে চালের পরিবর্তে টাকা দেয়ার জন্যে। চাঁদপুরের চল্লিশ সহস্রাধিক জেলের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনিও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে এই দাবি পূরণের আহবান জানান।