শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ভাঙ্গনের আশঙ্কায় বসতবাড়ি

স্টাফ রিপোর্টার ॥
ফরিদগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ভাঙ্গনের আশঙ্কায় বসতবাড়ি

ফরিদগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের বাড়িঘর ভাঙ্গনের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের ইন্ধনে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফরিদগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের খলিফা বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বন্ধের দাবি জানিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের পক্ষে মোঃ মিজানুর রহমান বাবুল বলেন, ড্রেজার সব স্থানেই নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আমাদের বসতবাড়ির পুকুরেই অবৈধভাবে ড্রেজার চলছে। এতে করে পুকুরের চারপাশে বসতবাড়ি, ফলদ ও বনজ বাগান ভাঙ্গনের আশঙ্কা রয়েছে। ড্রেজার মেশিন বন্ধ করতে আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যারা ড্রেজারটি চালাচ্ছে তারা প্রভাবশালী। তাই তারা সরকারের আইন আদালত ও নিয়মণ্ডনীতির তোয়াক্কা করছে না।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সামসুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরে চলমান ওই ড্রেজার মেশিনটি বন্ধ করে এসেছি। উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি, কাগজপত্র দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়