প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে সেদিকে সকলে সচেতন থাকবেন
--------মেয়র জিল্লুর রহমান জুয়েল
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। গতকাল ১০ মার্চ রোববার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষকদের আন্তরিকতার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান নিয়ে আমরা গর্ব করতে পারি। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ সকল বিষয়েই বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এখানে কর্মরত শিক্ষকম-লী শিক্ষা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক রয়েছেন বলে আমরা বিশ্বাস করি। কারণ প্রতিবছরই বিদ্যালয়টি পিএসসিতে ভালো ফলাফল অর্জন করে আসছে।
তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে সেদিকে সকলে সচেতন থাকবেন। দেশপ্রেমহীন সুশিক্ষাসম্পন্ন মানুষ আমাদের প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। ওরা যাতে সুন্দর জীবনের অধিকারী হতে পারে এজন্য আমাদেরকেই সচেতন হতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আমাদের স্বাধীনতা সম্পর্কে জানাতে হবে, জানাতে হবে আমাদের একজন নেতা ছিলেন, যার নেতৃত্বে আমরা স্বাধীন সবুজ পতাকাবাহী একটি দেশ পেয়েছি। যার নেতৃত্বে ছিলেন বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি বাঙালি জাতির মুক্তির জন্যে জীবনের সিংহভাগ সময় কারাগারে কাটিয়েছেন। জানাতে হবে তাদেরকে মুক্তিযুদ্ধের কথা। যারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। তিনি চাঁদপুর পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে আরো বলেন, আমি আজ মেয়র আছি, আগামীতে থাকবো না। কিন্তু চাঁদপুর পৌরসভা থাকবে। তাই এই প্রতিষ্ঠানটির উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আপনারা আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছেন, আমি নাগরিক সুবিধা বৃদ্ধিতে আপনাদের কাছে দায়বদ্ধ থেকে পৌরসভার উন্নয়নে কাজ করতে চেষ্টা করছি। আমার সাড়ে ৩ বছরের দায়িত্বকালীন সময় প্রায় ১শ’ কোটি টাকার কাজ করেছি। যা বিগতদিনের চেয়ারম্যান বা মেয়র দীর্ঘ সময় দায়িত্বে থেকেও এতো টাকার কাজ করতে পারেন নি। আপনারা দোয়া করবেন আমার নির্বাচনকালীন ওয়াদা যেনো আমি রক্ষা করতে পারি। আপনারা লক্ষ্য করছেন পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ধাপে ধাপে ঠিকাদারগণ তাদের কাজ করছেন। আমাদের মাননীয় এমপি সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুরের উন্নয়নে অনেক আন্তরিক রয়েছেন। তাঁর সহযোগিতার কারণেই আমি অল্প সময়ে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, দোয়া করবেন ডাঃ দীপু মনির জন্য। যাতে তাঁদের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত চাঁদপুর গড়ে তুলতে পারি।
সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানের সভাপ্রধানে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধ্রুবরাজ বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌসি আক্তার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ খান, সাবেক প্রধান শিক্ষক দুলাল চক্রবর্তী, জেলা ছাত্রলীগ নেতা ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝি।
অনুষ্ঠানে অতিথিদের সম্মানার্থে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ। এ ছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বিভাগীয় পর্যায়ে কবিতায় প্রথম ও গল্প বলায় দ্বিতীয় স্থান অধিকারী সৌমিত্র সাহা নীলাদ্রির কণ্ঠে পরিবেশিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সকলের হৃদয়কে নাড়া দেয়।
পুরস্কার বিতরণকালীন নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকির হোসেন খান শিপন, ওয়ার্ড যুবলীগ নেতা মোবারক গাজী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকছুদুল মাওলা, হামিদা আক্তার, পুতুল রাণী দেবী, আবু নাসের মোঃ পারভেজ, তাছলিমা নাজনীন, মোহছেনা আক্তার, সুব্রত রায়, নাছিমা আক্তার, অনুশ্রী ঘোষ, প্রিয়াংকা সরকার, নিপা মারওয়া, ফারজানা আক্তারসহ আমন্ত্রিত অতিথিবর্গ।