প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
আজ বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ৯ মার্চ শনিবার চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুনবাজার মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হবে। এতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। উক্ত কর্মসূচিতে উপস্থিত হতে দলীয় নেতা-কর্মী এবং চাঁদপুরের জনগণকে আহ্বান জানান তিনি।