শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০

কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে

--------সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার ॥
শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে

শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিসহ সুধীজনদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ফরক্কাবাদ কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে গতকাল ৮ মার্চ শুক্রবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এত ব্যাপক আয়োজন সত্যি প্রশংসনীয়। কোমলমতি শিশুরা সুন্দরের পূজারী। তাই তাদের মানসিক বিকাশে আমাদেরকে সচেতন হতে হবে। তাদেরকে ভালো কাজে উৎসাহ দিতে হবে। যদি তাদের প্রতি আমরা উদাসীন হই, তাহলে আগামী প্রজন্ম পথভ্রষ্ট হবে এবং পক্ষান্তরে আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাই কোমলমতি শিশুদেরকে শাসন নয় স্নেহ, আদর হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদানের পাশাপাশি দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলারও ব্যাপক প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন খেলাধুলা শিক্ষারই একটি অবিচ্ছেদ্য অংশ। ভালো খেলোয়াড় দেশের অমূল্য সম্পদ। আজ দেশের কৃতী খেলোয়াড়গণ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে খেলাধুলায় অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছেন, অর্জন করছেন বৈদেশিক মুদ্রা। আমি সকল কৃতী খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

বিদ্যালয়ের সভাপতি মোঃ হান্নান মিজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষন) মোঃ শাহ আলম সরকার ও সদর উপজেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক মজুমদার, ফরক্কাবাদ কলেজ ও কুমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা অজিত রায় নন্দী, অঞ্জন রায় নন্দী, লক্ষ্মী রায় নন্দী, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, উত্তর গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম বেপারী, মোঃ সেলিম পাটোয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মহসীনসহ সুধীজন।

অনুষ্ঠানে অনুষ্ঠিত দাদা-নাতীর ফুটবল খেলা উপস্থিত সকলের কাছে খুব উপভোগ্য হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়