শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

কিরিচ মাটিতে গেঁথে নিশানা রেখে গেলো ডাকাত দল

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে ও জিম্মি করে মারধর করে স্বর্ণালঙ্কার ও অর্থ লুটে নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতি শেষে বাড়ির অদূরে বড় কিরিচ মাটিতে গেঁথে রেখে নিশানা রেখে যায় তারা। ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ‘৯৯৯’ নম্বরের সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পৌর ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মিজির বাড়ির হারিছ উদ্দিন মিজির ছেলে আব্দুল কাদির বকুল জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্রসহ ৮/৯ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। আমাদের ঘরের এক এক করে সকলকে বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর তারা ‘৯৯৯’ নম্বরে ফোন দিলে পুলিশ ভোরবেলা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে সকালে বাড়ি থেকে বের হলে বাড়ির রাস্তার উপর ডাকাত দলের নিশানা হিসেবে মাটিতে গেঁথে রাখা একটি বড় কিরিচ দেখতে পাওয়া যায়।

ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ মণ্ডল জানান, ‘৯৯৯’-এর কলের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়