প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
আজ হাইমচরের সাহেব বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাইমচরে মহাত্মা গান্ধীর আগমনের স্মৃতি উদযাপন এবং আন্তর্জাতিক নারী দিবসে রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ ঢাকা ও চাঁদপুর রোটারী ক্লাবের সৌজন্যে হাইমচর উপজেলার নীলকমলস্থ সাহেব বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে আজ। ঢাকা ও চাঁদপুরের একদল অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম ওই এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রদান করবেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। আরো উপস্থিত থাকবেন মেজর জেনারেল সাদিক হাসান রুমি, গান্ধী আশ্রম ট্রাস্টের সিইও রাহা নব কুমার, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ আরএফএসএম, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া আরএফএসএম, সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা পিএইচএফ, সার্জেন্ট অ্যাট আমর্স রোটাঃ সাইফুল ইসলাম, সদস্য রোটাঃ মানিক লাল দেবনাথ আরএফএসএম প্রমুখ।
এদিন সকালের অতিথিসহ চিকিৎসক দল ট্রলারযোগে সকাল ৮টায় সাহেব বাজার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। ভ্রমণ গাইড হিসেবে থাকবেন হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন। নীলকমল ঘাটে অতিথিসহ চিকিৎসকদের অভ্যর্থনা জানাবেন ইউপি চেয়ারম্যান রতন হাজী। মেডিক্যাল ক্যাম্পে অভ্যর্থনা জানাবেন ও পৃষ্ঠপোষকতা করবেন ব্যারিস্টার হামিদুল মেজবাহ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন প্রবীণ লেখক ও আমরাই চাঁদপুরের হাছান আলী।