প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুর নৌথানার ২৪ ঘণ্টার অভিযান
১৭ জেলে গ্রেফতার, কারেন্ট জালসহ ৮৮ কেজি জাটকা ও ২ নৌকা জব্দ
চাঁদপুর মেঘনা নদী এলাকার অভয়াশ্রমে জাটকা নিধন প্রতিরোধে ২৪ ঘন্টার অভিযানে ১৭ জেলেকে গ্রেফতার এবং কারেন্ট জালসহ দুটি মাছ ধরার নৌকা জব্দ করেছে চাঁদপুর সদর নৌথানা পুলিশ।
নৌ থানা পুলিশের এক প্রেস নোটে জানানো হয়, ৬ মার্চ সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ শিলারচর ও চিরারচর নামক স্থান হতে নাজমুল হাসান (২৩), মোঃ আসলাম (২৫), মোঃ আব্দুর রশিদ (৫৮), মোঃ সুজন (১৯), মোঃ ইউসুফ (২০), সর্বসাং-বকচর, ০৭নং ওয়ার্ড, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ; মোঃ রুবেল মিঝি (২৪), মোঃ মাসুম (২৩), মোঃ জুয়েল মিঝি (২৮), হযরত বিল্লাল হোসেন (২২), সর্ব সাং-বাহের চর, ৪নং ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন; মোঃ মোয়াজিব (২১), সাং-চর ওয়েস্টার, ৫নং ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন; মাসুদুর রানা (১৯), পিতা-ইসমাইল খালাসি, মাতা-লাইলি বেগম, সাং-বাহেরচর, ৪নং ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন, মাইনউদ্দিন (১৫), মোঃ হৃদয় (১৪), উভয় সাং-বাহের চর, ৪নং ওয়ার্ড, মোহনপুর ইউনিয়ন, সর্বথানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর; মোঃ ফাহিম (১৫), মমিন (১৫), হৃদয় (১৪), আল আমিন (১০), সর্বসাং-মধ্য শ্রীরামদী পুরানবাজার, ২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
আসামীদের হেফাজত হতে ২ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ১৭ জন আসামীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। বাকি ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়।
জব্দকৃত ৮৮ কেজি জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।