সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

কিশোর গ্যাং দমনে আমরা সোচ্চার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সোস্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, মাদক ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী এবং কোভিড-১৯ সচেতনতায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে ডিসি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেট আঙ্গিনায় সদর মডেল থানা বিট পুলিশিং-১৯ এবং কমিউনিটি পুলিশিং ১৩, ১৪ ও ১৫ নং অঞ্চলের কর্মকর্তাগণের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোঃ এনামুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিট পুলিশিং অফিসার এসআই সুমন চন্দ্র দে। কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারকাযুত তাহফিজ আল-ইসলামিয়ার পরিচালক হাফেজ মোঃ শফিকুল ইসলাম খন্দকার। বক্তব্য রাখেন অঞ্চল-১৪-এর সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢালী, পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিটি রোড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুজাম্মেল হক মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃধা, অঞ্চল-৬-এর যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হোসেন, মোঃ নূরে আলম আখন্দ, বিষ্ণুদী উত্তর মহল্লার সভাপতি মোঃ ওমর ফারুক ঢালী, বিষ্ণুদী দক্ষিণ মহল্লার সাধারণ সম্পাদক তানজির রেজা রণি প্রমুখ।

সমাবেশে অংশ নেন অঞ্চল-১৪-এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চন্দন দে, অঞ্চল-৬ কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান তালুকদার, সদস্য মোঃ মিজানুর রহমান, শাহীন ডাক্তার, টেকনিক্যাল মহল্লার সভাপতি মোহাম্মদ ইউনুছ মিজি, জিটি রোড মহল্লার প্রচার সম্পাদক মোঃ মফিজুল ইসলাম আখন্দ, বিটি রোড মহল্লার সদস্য মোঃ নুরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাফাজ্জল হোসেন তাপু ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশের টহল কার্যক্রম অনেক ভালো। এখানে অপরাধ প্রবণতা কম। তবে কিশোর গ্যাং দমনে আমরা সোচ্চার। আমরা এখন জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এ সকল সমাবেশে অভিভাবকের প্রতি ম্যাসেজ হলো, তার সন্তানকে তার পরিবারকে করোনা থেকে এবং অপরাধপ্রবণতা থেকে সচেতন করা। তিনি আরো বলেন, পুলিশিং সেবা বর্তমান আইজিপি মহোদয়ের নেতৃত্বে আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন মানুষ যে কোনো সমস্যায় ৯৯৯ নাম্বারে কল দিলে দ্রুত পুলিশের সেবা মিলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়