প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জের একজন নারী মারা গেছেন। রোকেয়া বেগম (৫৫) নামে এই নারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে মারা যান। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে। হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, রোকেয়া বেগম শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার দুপুরে তিনি মারা যান।
এদিকে গতকাল শনিবার চাঁদপুরে নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে গতকাল ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে শনাক্তের হার ২৭ ভাগ।
নতুন শনাক্ত হওয়া ৪০ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১৯, মতলব দক্ষিণে ২, হাজীগঞ্জে ২, ফরিদগঞ্জে ৪, শাহরাস্তিতে ৮, কচুয়ায় ১ ও হাইমচরে ৪ জন।
নতুন আক্রান্ত হওয়া ৪০ জনসহ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫২৭৫ জন। এর মধ্যে সদর উপজেলায়ই ২৪৬১ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১২৬ জন, সুস্থ হয়েছেন ৪৭৫৬ জন। আর চিকিৎসাধীন আছেন ৩৯৩ জন।