সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিশ্বশান্তিকল্পে চাঁদপুর মহাশ্মশানে ২৪ প্রহর হরিনাম কীর্তন শুরু

স্টাফ রিপোর্টার ॥
বিশ্বশান্তিকল্পে চাঁদপুর মহাশ্মশানে ২৪ প্রহর হরিনাম কীর্তন শুরু

বিশ্বশান্তিকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে শুরু হয়েছে চাঁদপুর পৌর মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের বাৎসরিক হরিনাম সংকীর্তন। গতকাল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গঙ্গা আবাহন ও শুভ অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে ২৪ প্রহরব্যাপী হরিনাম কীর্তনের শুভ সূচনা হয়। এ সময় চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের কার্যকরী সদস্য কিশোর শংকর রায়, অমল রক্ষিত মনা, প্রবীর পোদ্দার, অজয় কর, সংগ্রাম চন্দ, আশীষ কুমার, সঞ্জিত পোদ্দার, জয়রাম রায়, নারায়ণ চন্দ্র মজুমদারসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানের ব্যাপকতায় চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চাঁদপুরবাসীসহ বিভিন্নস্থানে অবস্থানরত ভক্ত অনুরাগীদের আন্তরিক দয়া ও দানে আজকে চাঁদপুর মহাশ্মশানের এই উন্নয়ন। আজ তাদেরই সহযোগিতায় দেশ ও জাতির কল্যাণে এই মহা হরিনাম কীর্তন অনুষ্ঠান। সকলকেই একদিন পৃথিবীর আপনত্ব ত্যাগ করে পর পারে যেতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন, চাঁদপুর মহাশ্মশানের উন্নয়নে সকলেই কম বেশি সহযোগিতা করতে হবে। এই স্থানে আমরা ছোট বড় সকলেই সমান। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে যখনই সময় সুযোগ হবে, এই স্থানে আসবেন পূর্ব পুরুষসহ সকলে, সকলের জন্য প্রার্থনা করবেন। কেউ কারো নিমন্ত্রণ বা ডাকের অপেক্ষা করবেন না। চাঁদপুর মহাশ্মশান সকল সনাতন ধর্মাবলম্বীদের একক কারো নয়, তাই এর উন্নয়নও সকলের।

আগামী ১ মার্চ শুক্রবার কীর্তন চলাকালীনই দুপুরে অনুষ্ঠিত হবে মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় নগর কীর্তন, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যে দিয়ে শেষ হবে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত মহোৎসবের। অনুষ্ঠান চলাকালীন সকাল সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা যায়। অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট কীর্তনীয়া দল হরিনাম কীর্তন পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়