প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া ড্রেজিং ও বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজিকে খুনের ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে আদালত আসামীদের রিমান্ডের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দেয়ায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি (৫৫)কে খুনের ঘটনার পরদিন রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ নিহতের ২য় স্ত্রী স্বপ্না বেগমসহ ৪ জনকে এ ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে আটক করে।
এদিকে গোপন সূত্রে জানা যায়, খুনের ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামত এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। ফলে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের কিছুটা হলেও অগ্রগতি হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য ও রহস্য উদ্ঘাটনে আটককৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রয়োজন রয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স ও অপারেশন) মোঃ এনামুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, আটক নিহতের ২য় স্ত্রী, বাসার দারোয়ান এবং নিহতের দুই বন্ধুকে আজ ২৬ জুন শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো দ্রুত ক্লু উদ্ঘাটন সম্ভব হবে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ক’দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
উল্লেখ্য, গত ২৪ জুন চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া শরীয়তপুরের নড়িয়া এলাকার বালু ব্যবসায়ী রেহান মিজি খুন হন। এ ঘটনায় তার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।