সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

রেহান মিজি খুনের ঘটনায় আটক চারজন কারাগারে ॥ পাঁচদিনের রিমান্ড আবেদন
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া ড্রেজিং ও বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজিকে খুনের ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে আদালত আসামীদের রিমান্ডের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দেয়ায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি (৫৫)কে খুনের ঘটনার পরদিন রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ নিহতের ২য় স্ত্রী স্বপ্না বেগমসহ ৪ জনকে এ ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে আটক করে।

এদিকে গোপন সূত্রে জানা যায়, খুনের ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামত এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। ফলে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের কিছুটা হলেও অগ্রগতি হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য ও রহস্য উদ্ঘাটনে আটককৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রয়োজন রয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স ও অপারেশন) মোঃ এনামুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, আটক নিহতের ২য় স্ত্রী, বাসার দারোয়ান এবং নিহতের দুই বন্ধুকে আজ ২৬ জুন শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো দ্রুত ক্লু উদ্ঘাটন সম্ভব হবে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ক’দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ২৪ জুন চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার ভাড়াটিয়া শরীয়তপুরের নড়িয়া এলাকার বালু ব্যবসায়ী রেহান মিজি খুন হন। এ ঘটনায় তার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়