বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার ॥
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি ২০২৪ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যরা।

সভায় শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনাসহ বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন কাজের বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। সবাই চেষ্টা করলে আমরা সফল হবো। কোনো সমস্যা থাকবে না।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়