সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার ॥
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি ২০২৪ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যরা।

সভায় শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনাসহ বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন কাজের বিষয় নিয়ে আলোচনা হয়।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। সবাই চেষ্টা করলে আমরা সফল হবো। কোনো সমস্যা থাকবে না।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়