প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
আঃ মোতালেব গনি (২৬) নামে এক দিনমজুর অভিমান করে বিষপানে আত্মহনন করেছেন। ওই দিনমজুর ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের সলেমান রাঢ়ীর ছেলে। গতকাল শনিবার দুপুরে তিন সন্তানের জনক আঃ মোতালেব গনি স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমানে বিষপান করেন। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আঃ মোতালেবের বোন জান্নাতুল ফেরদৌস জানান, চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জেসমিন বেগমকে ৫ বছর পূর্বে বিয়ে করে তার ভাই। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। শনিবার স্ত্রী জেসমিন বেগমের সাথে তাদের বাড়িতে ঝগড়া করে বাড়ি ফিরে এসে অভিমান করে চির্কা গ্রামে নিজ ঘরে বিষ পান করে তার ভাই। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার বিকেলে লাশ উদ্ধার করে। পরে পোস্টমর্টেমের জন্যে লাশ চাঁদপুর পাঠানো হয়।