প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
লোধপাড়া হাফেজিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লোধপাড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৮০ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৪০জন বিজয়ীর হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী লোধপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা গাজী নোমান হোসাইন। বিশেষ অতিথি রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম।
সভায় সভাপতিত্ব করেন লোধপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন প্রধানীয়া। পরিচালনা ছিলেন মাদ্রাসার প্রধান মুদির হাফেজ মোহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সহীহ আকীদার উপর পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করিয়ে দ্বীনি ইলম অর্জন করার জন্য আহ্বান জানান।