প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নাট্যশিল্পী ফাতেমাতুজ জোহরার উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থিয়েটার ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠীর সক্রিয় সদস্য ফাতেমাতুজ জোহরার উপর এক বখাটে ইভটিজার মামুন ঢালী গত বুধবার রাতে বাবুরহাট কলেজ রোড এলাকায় হামলার ঘটনা ঘটায়। হামলায় ফাতেমা গুরুতর আহত হলে বুধবার রাতেই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফাতেমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফাতেমাতুজ জোহরার উপর হামলার প্রতিবাদে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারীর সভাপতিত্বে চাঁদপুর থিয়েটার ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা জোর দাবি জানান, সাতদিনের মধ্যে যদি ইভটিজিংকারী ও ফাতেমার উপর হামলাকারী মামুন ঢালীকে আটক করা না হয় তাহলে সাংস্কৃতিক ও নাট্যকর্মীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা চাই, ফাতেমার মতো আর কোনো সাংস্কৃতিক ও নাট্য কর্মী এ ধরনের ইভটিজিংকারীর হাতে যেন হামলার শিকার না হয়। এই সন্ত্রাসী মামুন ইতিপূর্বে ইভটিজিং করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পক্ষকালের সাজা ভোগ করে জেলহাজত হতে বের হয়ে মরিয়া হয়ে উঠে। এই সন্ত্রাসীকে স্থানীয় কতিপয় ব্যক্তি ইন্ধন দিয়েছে বলেও দাবি তোলা হয়।
এ সময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ, চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি তপন সরকার, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দীন বাবর ও অনন্যা নাট্য গোষ্ঠীর সদস্য মেহেদী হাসান।