প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলা জমিয়াতুল মোদার্রেছীনের শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ। ৩ ফেব্রুয়ারি বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সংগঠনের জরুরি বৈঠকে তাঁর জন্যে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, সাবেক অধ্যক্ষ আ. ই. ম. জাকারিয়া চৌধুরী ও সুপার মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকারসহ নেতৃবৃন্দ।