শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হাসান আলী হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা

মিজানুর রহমান ॥
হাসান আলী হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা

রোববার বেলা ১১টায় চাঁদপুর হাসান আলী সরাসরি উচ্চ বিদ্যালয় মাঠে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জানাজার নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কর্মবীর এই রাজনীতিককে স্মরণ ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, মরহুম শামছুল হক ভূঁইয়ার ভাগিনা ব্রিগেডিয়ার জেনারেল শামস্, ছোট ছেলে এহসানুল হক সজল প্রমুখ।

বক্তারা বলেন, দলের দুঃসময়ের কাণ্ডারী ছিলেন ড. শামছুল হক ভূঁইয়া। চাঁদপুরে আওয়ামী লীগের এখনকার যে শক্ত ভিত তাতে তাঁর অবদান রয়েছে। তাঁর উদারনৈতিক মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন। দল-গোষ্ঠীর মতাদর্শের ঊর্ধ্বে সকলের কাছে তিনি ছিলেন দেশপ্রেমিক মহৎপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। শেষ বিদায় বেলায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং দোয়া চান।

চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজ পড়ান চাঁদপুর জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবরসহ তাঁর জানাজায় রাজনৈতিক দল সমূহের নেতা-কর্মীদের পাশাপাশি আলেমণ্ডওলামা, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

পরে চাঁদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে এই আওয়ামী লীগ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়