সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ২ ফেব্রুয়ারি শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রথিতযশা ব্যক্তিত্ব মরহুম মিজানুর রহমান চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য যে, একই দিনে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল্লাহ মিজান চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৭টায় মরহুমদের কবরে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত এবং বাদ আসর পুরাণবাজার বাইতুল হাফিজ জামে মসজিদসহ অন্যান্য মসজিদে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। সকল স্তরের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, সকল বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনসাধারণকে উক্ত দোয়ায় অংশগ্রহণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে অনুরোধ জানানো হয়েছে--তাদের যেন আল্লাহপাক সমস্ত ভুলত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমীন।

পরিবারের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তাঁর ছেলে আমানউল্লাহ মিজান রাজু চৌধুরী ও রহমতুল্লাহ মিজান টিটু চৌধুরী।

এদিকে, গতকাল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর মরহুম মিজানুর রহমান চৌধুরী ও তাঁর প্রয়াত স্ত্রী, ছেলে-মেয়ের রুহের মাগফেরাত কামনা করে চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদী কবরস্থান মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুমের মেঝো সন্তান আমান উল্লাহ মিজান রাজু চৌধুরী, ছোট ছেলে রহমতুল্লাহ মিজান টিটু চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র পরিচালক মাইনুল ইসলাম কিশোর, রাইস মিল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন। দোয়া মাহফিলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়