বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

লাশবাহী অ্যাম্বুলেন্সে বেপরোয়া ট্রাকের ধাক্কা ॥ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৯ জন

কামরুজ্জামান টুটুল ॥
লাশবাহী অ্যাম্বুলেন্সে বেপরোয়া ট্রাকের ধাক্কা ॥ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৯ জন

১০ চাকার বালুবাহী দ্রুতগতির ট্রাকের আঘাতে দুর্ঘটনায় পড়েছে লাশবাহী অ্যাম্বুলেন্স। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা ৯ জন নারী, শিশু ও পুরুষ। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত আমিন মিয়া (৬০)কে নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজধানীর শনিরআখড়া থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের সোনাইমুড়িতে যাচ্ছিলো। হাজীগঞ্জ থানা পুলিশ বালুবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে জব্দ করেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় থাই ব্যবসায়ী আল আমিন জানান, ঢাকা মেট্রো ৭১-২৪৮৭ অ্যাম্বুলেন্সটি তার সাইড ধরে ঘটনাস্থল অতিক্রম করছিল। হাজীগঞ্জ থেকে কচুয়ামুখী বালীবাহী ১০ চাকার ঢাকা মেট্রো ট-১১-৭০৩৬ ট্রাকটি দ্রুতবেগে উক্ত স্থান অতিক্রম করাকালে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দিলে আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। এ সময় আমরা অ্যাম্বুলেন্সে থাকা নারী শিশুদের চিৎকার শুনে সবাইকে উদ্ধার করি।

দুর্ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী হাসান জানান, বালুবাহী ট্রাকটি ওভারলোড আর দ্রুতবেগে চলছিলো। অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় সিকি কিলোমিটার দূরে গিয়ে ট্রাকটি আটকে দেয়। তবে লাশবাহী অ্যাম্বুলেন্সেটি আর দুই হাত নিচে গেলে পাশের ডোবায় তলিয়ে যেতো।

জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাইমুড়ির বাসিন্দা আমিন মিয়া (৬০) রাজধানীর শনিরআখড়া এলাকায় নিজ বাসায় মারা যান। আমিন মিয়ার লাশ নিয়ে এদিন সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় অপর একটি অ্যাম্বুলেন্স ডেকে লাশসহ পরিবারের সদস্যদের তুলে দেয়া হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়