রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

আয়কর উকিল প্রদীপ গুহের পরলোকগমন

স্টাফ রিপোর্টার ॥
আয়কর উকিল প্রদীপ গুহের পরলোকগমন

চাঁদপুরের পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট আয়কর উকিল প্রদীপ গুহ আর বেঁচে নেই। তিনি ৬ জানুয়ারি সকাল পৌনে ৯টায় চাঁদপুর শহরের কদমতলাস্থ তার নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে পরলোকগমন করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত একনজর দেখার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই তার বাসভবনে ছুটে আসেন। এদিনই ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরীসহ গোপাল জিউড় আখড়া কমিটি, রামকানন সেবামূলক ধর্মীয় সংগঠন, বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। তারা প্রয়াতের আত্মার সদ্গতি কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়