প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
লিফলেট বিতরণ কর্মসূচি
চাঁদপুরের সর্বস্তরের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান বিএনপির
৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গত বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তালতলা এলাকা হতে বিভিন্ন রাস্তায় ও মার্কেটে এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে চিত্রলেখা মোড়ে জেলা বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের সর্বস্তরের জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বলেন, একতরফা ভোট বর্জনে দেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল মাঠে শান্তিপূর্ণ কর্মসূচি করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করেছি। সকল জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, ক্ষেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমাদের নেতা-কর্মীরা লিফলেট দিয়েছে।
ভোট বর্জনের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, হাজী শাহজালাল শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।