রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

নির্বাচনী পথসভা ও গণসংযোগে প্রফেসর ড. সেলিম মাহমুদ

নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত

মোহাম্মদ মহিউদ্দিন ॥
নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কচুয়া আসনে নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন, আজকে আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতি এক সন্ধিক্ষণে আছে। অন্যদিকে কচুয়ায় আওয়ামী লীগের রাজনীতিতেও সন্ধিক্ষণ চলছে। জাতীয় রাজনীতির সন্ধিক্ষণ বলছি এ কারণে, বিগত কয়েক বছর ধরে, প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল ও বানচাল করার জন্যে দেশি-বিদেশি মদতে ষড়যন্ত্র করে আসছে বিএনপি-জামায়াত। তারা যে কোনো মূল্যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এদেশের অর্থনীতির যে ভিত রচনা করেছেন জননেত্রী শেখ হাসিনা, সে অর্থনীতিকে তারা ধ্বংস করতে চায়।

তিনি আরো বলেন, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র সেটি নতুন কিছু নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ক্ষমতার পালাবদল নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। আজকে বিএনপি নির্বাচন বর্জন, প্রতিহত ও গণতন্ত্র ধ্বংস করতে চায়। ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মূল কারণ ছিল, তারা বঙ্গবন্ধুকে কখনো নির্বাচনে পরাজিত করতে পারবে না। সেজন্যে তারা বিপথগামিতাকে বেছে নিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে। ৭ জানুয়ারি নৌকা মার্কায় কোটি কোটি মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় গণসংযোগকালে ড. সেলিম মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মর্ফিজুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, রফিকুল ইসলাম, ড. নিজাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, উপজেলা কৃষকলীগের সভাপতি ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়