প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাবুরহাটে নির্বাচনী জনসভায় ডাঃ দীপু মনি
বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নে নৌকায় ভোট দিন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমি চাঁদপুরে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই সব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের উন্নয়নের জন্যে সব সময় আলাদা গুরুত্ব দিয়ে থাকেন। এ সরকারের আমলেই চাঁদপুর নদীভাঙ্গন থেকে রক্ষ পেয়েছে। মেডিকেল কলেজ হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, মেরিন একাডেমীসহ অনেক কিছুই হয়েছে। এ সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নতি হয়েছে, দুর্নীতি কমেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ড, জেলে কার্ড ও টিসিবি পণ্য দেয়া হয়েছে। আওয়ামী লীগের পূর্বে অনেক এমপি হয়েছে, চাঁদপুর তেমন কোনো উন্নতি হয়নি। রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা কিছুই হয়নি। শিক্ষা ক্ষেত্রে এ সরকারের আমলেই উন্নতি হয়েছে।
তিনি বলেন, হাতের মুঠোয় এখন সব সেবা মানুষ পাচ্ছেন। একটা স্মার্ট ফোনে সব করা সম্ভাব হচ্ছে, এটা শেখ হাসিনার সরকার করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এমন কোনো স্থান নেই যেখানে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, বিগত ৩৫ বছরে ৭ জন এমপি আপনারা পেয়েছেন, কিন্তু কোনো উন্নয়ন কি হয়েছে? আওয়ামী লীগ সরকারের আমলেই সব উন্নয়ন হয়েছে। ৩৫ বছর পর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়ে দুবার মন্ত্রী পদ পেয়েছি বলেই উন্নয়ন কাজগুলো করতে পেরেছি।
সোমবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের
আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগে অসুখ-বিসুখ হলে অনেক দূরে মানে জেলা শহরের সরকারি হাসপাতালে নিয়ে যেতো হতো। এখন গ্রামেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এজন্যে আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। সারাদেশে শিক্ষার ক্ষেত্রে আজ আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। চাঁদপুরে টেকনিক্যাল স্কুল আছে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মেডিকেল কলেজ, বিদেশগামীদের জন্যে প্রশিক্ষণ ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হয়েছে। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
মন্ত্রী বলেন, এখন গ্রামের স্কুলগুলো খুবই সুন্দর এবং পাকা। ছেলে-মেয়েরা খুবই মনোরম পরিবেশে পড়ালেখা করতে পারে। প্রত্যেকের বাড়ির সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভালো আছেন। শেখ হাসিনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই ছেলে-মেয়েরা আরো ভালো থাকবে।
দীপু মনি বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁদপুর-৩ আসনের ৫ লক্ষ ৯ হাজার ভোটার প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যে যাই বলুক না কেন, এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে। সেই ভোটে আমরা সবাই অংশ নেবো।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।