রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুরে শীতের প্রকোপ বাড়ছে, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

মিজানুর রহমান ॥
চাঁদপুরে শীতের প্রকোপ বাড়ছে, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে চাঁদপুরে বাড়ছে শীতের প্রকোপ। গত তিন দিন ধরে কনকনে শীত অনুভব হচ্ছে। বুধবার কোনো কোনো এলাকায় সূর্যের মুখ দেখা যায়নি। ট্রেন, বাস ও নৌ চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। শীতে কাজ করতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র শিশু, নারী ও বয়স্করা পড়েছেন বিপাকে। দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগব্যাধি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়, ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। যার মধ্যে শিশু ও বয়স্ক নারী-পুরুষ রোগী বেশি। সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই।

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী তীরবর্তী গোবিন্দিয়া জলিল খাঁ বাড়ির বাসিন্দা জেলে বিল্লাহ খাঁ জানান, গত তিনদিন ধরে অত্যধিক কুয়াশা পড়ছে। সেই সঙ্গে হিমেল বাতাসে ঠাণ্ডা বেড়ে যাওয়ায় কাজ করতে কষ্ট হচ্ছে। অর্থের অভাবে শীতবস্ত্রও কিনতে পারছেন না। সরকারিভাবেও এখনো শীতবস্ত্র পাননি।

একই গ্রামের বাসিন্দা সরকার বাড়ির হারুন সরকার নদীতে জাল বায়। তিনিসহ ক’জন দিনমজুর জানান, শীত উপেক্ষা করে নদীতে মাছ ধরতে, আলু ক্ষেতের পরিচর্যা, বীজতলা তৈরিসহ নানা ধরনের কৃষিকাজ করতে হচ্ছে। ঠাণ্ডায় কাজ করতে গিয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়।

সরেজমিন মেঘনা-ডাকাতিয়া নদীর পাড়ের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র অনেক শিশু ও নারী খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন। শীত থেকে সবজি বাঁচাতে আগাম আলু ক্ষেতে ছত্রাকনাশক স্প্রে করা শুরু হয়েছে।

জেলা প্রশাসক কামরুল হাসান জানান, আমরা ৪২ হাজার কম্বল পেয়েছি। ইতোমধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভায় কম্বল পাঠিয়ে দিয়েছি।

এদিকে হিমেল হাওয়ায় শীত বেড়ে যাওয়ায় চাঁদপুর শহর এলাকার ভাসমান গরম কাপড়ের দোকানে মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। পালবাজার সংলগ্ন স্ট্র্যান্ড রোড, কেন্দ্রীয় শহিদ মিনারের পূর্বপাশে লেকের পাড় ও হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে শীত নিবারণের জন্যে অসংখ্য নারী-পুরুষের ভিড়। ভ্যানগাড়ি থেকে বাচ্চাদের জন্যে শীতের কাপড় কিনতে জটলা লেগেই থাকে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়