রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

পিবিআই’র অভিযানে উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তর

দশ মাস পর মোটরসাইকেল পেয়ে উচ্ছ্বসিত মোফাজ্জল

স্টাফ রিপোর্টার ॥
পিবিআই’র অভিযানে উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তর

চাঁদপুরে পিবিআইর অভিযানে উদ্ধারকৃত ১৩টি চোরাই মোটরসাইকেলের মধ্যে ৫টি মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বাবুরহাটস্থ পিবিআই জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ৫টি মোটরসাইকেল মালিকের হাতে তাদের মোটরসাইকেল হস্তান্তর করা হয়। দীর্ঘসময় পরে তেমন কোনো আইনী জটিলতা ছাড়াই নিজের মোটরসাইকেলটি পেয়ে বেশ খুশি মালিকরা। চুরি হওয়া মোটরসাইকেল পেয়ে তারা এতটাই আনন্দিত যে তারা এর জন্যে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। এদের মধ্যে একজনের মোটরসাইকেল ১০ মাস আগে চুরি হয়। ঢাকার খিলক্ষেত এলাকার মোফাজ্জল হোসেন মনিরের মোটরসাইকেলটি ১০ মাস আগে চুরি হয়। দশ মাস পর তার চুরি হওয়া মোটরসাইকেল পাওয়া গেছে সংবাদটি তার কাছে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু এখন তার কাছে বাস্তব সত্য। তিনিও পিবিআই’র প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রেস ব্রিফিংয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, এই চোরাই মোটরসাইকেল উদ্ধার কাজে নেমে এখন পর্যন্ত শতাধিক চোরের সন্ধান পেয়েছে পিবিআই টিম। যেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা উদ্ধারকৃত ১৩টি মোটরসাইকেল প্রকৃত মালিকদের খুঁজে এনে পর্যায়ক্রমে তাদের হাতে পৌঁছে দিবো।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়