প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা
হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না
---------------------স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার অলিতে-গলিতে, গ্রামের পাড়া মহল্লায়, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন হাট-বাজারে সাধারণ তরুণ ভোটারদের কাছে গিয়ে ট্রাক মার্কার ভোট চেয়ে প্রচার-প্রচারণা এবং লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
১ জানুয়ারি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ৭, ১২ ও ১৩নং ওয়ার্ডের ওয়্যারলেস বাজার, গুচ্ছগ্রাম, গুণরাজদী, রহমতপুর আবাসিক এলাকা ও ট্রাকঘাট এলাকায় দিনব্যাপী ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
পথসভা ও গণসংযোগকালে তিনি বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্যে আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে একটু সার্বিক সহযোগিতা করুন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে। আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্যে রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদেরকে তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা আপনাদের পছন্দমত কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্যে কাজ কবরো। তিনি বলেন, সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে। কেননা সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতিমধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস, স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্যে দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখলে, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।
তিনি বলেন, হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন সকল কিছু মোকাবেলা করে ট্রাক মার্কার বিজয় হবে ইনশাআল্লাহ্।
ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ তার বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, সমাজসেবক মোঃ আলম খানসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।