প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঈগল প্রার্থীর সমর্থনে কাজ করায়
রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল প্রধানীয়া বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন প্রধানীয়াকে বহিষ্কার করেছে বিএনপি।
৩০ ডিসেম্বর শনিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবুল হোসেন প্রধানীয়া চাঁদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনি সভায় বক্তব্য রাখেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।