রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের নির্বাচনী পথসভায় ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সকল প্রার্থীর করা উচিত

অনলাইন ডেস্ক
জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সকল প্রার্থীর করা উচিত

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযেগ ও নির্বাচনী পথসভা করেছেন চাঁদপুর-৩ আসনে ঈগল প্রতীকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

গতকাল ৩০ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজরাজেশ্বর ইউনিয়নের আচকা বাজার, পাটওয়ারী বাজার, বাঁশগারি ও ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে নির্বাচনী পথসভা এবং গণসংযোগ করেন তিনি।

সভায় ড. শামছুল হক ভূঁইয়া বলেন, একজন ভোটার একজন বিচারক। আপনাদের আদালতে আমি ঈগল প্রতীক নিয়ে হাজির হয়েছি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে জননেত্রী শেখ হাসিনা একটি গ্রহণযোগ্য ভোট উপহার দিতে চান। সেই লক্ষ্যে নেত্রী সকল প্রার্থীকে বলেছেন, তোমরা জনতার আদালতে যাও। জনতার আদালতে যে জয়ী হবে তাকেই আমি বরণ করে নিব।

তিনি আরও বলেন, আপনারা কারো হুমকি-ধমকিতে ভয় পাবেন না, জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৭ জানুয়ারি কেন্দ্র গিয়ে ভোট দেয়ার পরিবেশ পাবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। জননেত্রী শেখ হাসিনা কথা দিয়ে করা রাখেন। অমি অনুরোধ করবো, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সকল প্রার্থীর করা উচিত।

তিনি বলেন, চরাঞ্চলের মানুষের অনেক দুঃখ-কষ্ট রয়েছে। নদী ভাঙ্গন রোধ, নতুনচরে ভূমিদস্যুতা, পুলিশ দিয়ে জেলে পরিবারকে হয়রানি করা না হয় এবং মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকবো।

রাজরাজেশ্বর ইউনিয়নের পাটওয়ারী বাজারে নির্বাচনী সভায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, রাজরাজেশ্বর ইউপির সাবেক চেয়াম্যান আব্দুর রাজ্জাক চোকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া, যুবলীগ নেতা ঢালী শুক্কুর ও খান বাজারের মালিক হাজী লতিফ খান। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শাহ আলম।

অপরদিকে ইব্রাহীমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারে সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা ইয়াছিন হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মনির হোসেন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাদ্দাম হোসেন। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়