রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

গণসংযোগ ও উঠোন বৈঠকে অ্যাডঃ মোঃ মহসীন খান

দেশের স্বার্থে লাঙল মার্কাকে বিজয়ী করুন

গোলাম মোস্তফা ॥
দেশের স্বার্থে লাঙল মার্কাকে বিজয়ী করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙল মার্কার প্রার্থী অ্যাডঃ মোঃ মহসিন খান গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন। গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠোন বৈঠক করেন। এ সময় চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙল মার্কার প্রার্থী অ্যাডঃ মোঃ মহসিন খান বলেন, দীর্ঘ ১৫টি বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের উন্নয়নের কথা বলে শুধু নেতা-কর্মীদের ভাগ্যের উন্নয়ন করেছেন। আর মুখে বড় বড় বুলি ছাড়ছেন। এছাড়া কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আর তাদের ভাগ্যের উন্নয়ন নয়, দেশের উন্নয়নের স্বার্থে এবার লাঙল মার্কার প্রার্থীকে বিজয়ী করুন।

তিনি বলেন, যে দেশে ডালের কেজি ১৬০ টাকা। আমাদের স্লোগান ছিল ভাতের উপর চাপ কমান বেশি করে আলু খান। সেই আলুও সিন্ডিকেটের দখলে। এ সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এ সরকার সাধারণ মানুষের সরকার নয়। এ সরকার সিন্ডিকেটের সরকার। উন্নয়ন দেশের হয়নি, হয়েছে ওনাদের নেতাদের।

তিনি আরো বলেন, অনেকে কুৎসা রটিয়ে বলেন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আঁতাত হয়েছে। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের কোনো আঁতাত হয়নি। আওয়ামী লীগ তাদের সুবিধার্থে এ সকল কুৎসা রটনাচ্ছেন।

তিনি বলেন, দেশের আজকে যা উন্নয়ন আপনারা দেখছেন তা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরেই হয়েছে। তাঁর শাসনামলের উন্নয়নের পথ ধরে আজকে দেশ আজ বিশ্বের অন্যতম উন্নয়ন রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ ১৯৯০ সালে জাতীয় পাটি রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর দেশে যে সকল সরকার দেশ পরিচালনা করছে তাঁরা শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়ন হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি লাঙল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রাদেশিক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, মৈশাদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শোয়েবুর রহমান পলাশ, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী, সদস্য সচিব অ্যাডঃ আরিফ হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা শাহজালাল, মমিন বেপারী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়