প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
জনসভাই প্রমাণ করে নৌকাই শেখ হাসিনার মার্কা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরসহ ছয় জেলার আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের উপস্থিতিতে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রেখেছেন। এ উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত জনসভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দীপু মনি। সভাপতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সভায় অপর তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপস্থিত ছিলেন।
এই সভায় শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরাই ছিলেন। জনসভায় আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। সবাই নৌকা মার্কার স্লোগান দিয়ে জনসভাস্থল মুখরিত করেন। নৌকার স্লোগানে চাঁদপুর প্রকম্পিত হয়। চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং চাঁদপুর পৌরসভার সকল ওয়ার্ড থেকে নৌকা মার্কার মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা চলে আসে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় অপর পাঁচ জেলাও যে সংযুক্ত ছিলো, সেখানেও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী ছিলেন না। ছয় জেলার সাথে বক্তৃতাকালে শেখ হাসিনা সকলকে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে আহ্বান জানান।
এদিকে জনসভা শেষে নেতা-কর্মীরা মন্তব্য করেন, কোনো কোনো স্বতন্ত্র প্রার্থী নিজেকেও শেখ হাসিনার প্রার্থী বলে জনগণের সামনে প্রতারণা ও ধোঁকাবাজি করতে চেয়েছিলো। তা আজকের জনসভায় সব ভেস্তে গেছে। শেখ হাসিনার জনসভায় শুধু নৌকার প্রার্থীরা ছিলেন এবং শেখ হাসিনা নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তাতেই প্রমাণিত হয়, নৌকাই শেখ হাসিনার মার্কা।