রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মমিনপুরে সম্পত্তিগত বিরোধে নারীসহ ১০ জন আহত

এম রহমান ॥
মমিনপুরে সম্পত্তিগত বিরোধে নারীসহ ১০ জন আহত

গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মমিনপুর (রামচন্দ্রপুর) গ্রামে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, ছেরাজল হক গাজীর সাথে মরহুম গোলাপ খান বাড়ির সম্পত্তিগত বিরোধ হয়। মঙ্গলবার সকালে ছেরাজল হক গাজী ঘর উত্তোলন করতে গেলে গোলাপ খান বাড়ির লোকজন তাদের জায়গা বলে বাধা প্রদান করে। পরে বিকেলে ছেরাজল হক গাজী পথের জন্যে ২ ফুট জায়গা রেখে ঘর উত্তোলন করতে গেলে খান বাড়ির লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় ১০ জন আহত হন।

আহতরা হলেন : ছেরাজল হক গাজী, ময়না, মানছুরা, সুমা, মহিন, মুন্নী, রাকিব, শফিউদ্দিন মোল্লা ও সুমি। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ছেরাজল হক গাজী, মানছুরা, ময়না, মুন্নী, মহিন ও সুমা। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

আহত ছেরাজল হক গাজী জানান, আমার সম্পত্তিতে আমি ঘর উত্তোলন করার জন্যে যাই। নদীতে আসা-যাওয়ার জন্যে ২ ফুট পথ রেখে ঘরের কাজ শুরু করতে গেলে গোলাপ খান বাড়ির লোকজন আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আমরা মাটিতে পড়ে যাই। রক্তাক্ত অবস্থায় আমাদেরকে হাসপাতালে এনে ভর্তি করে। আমি খেটে খাওয়া মানুষ। তারা প্রভাব খাটিয়ে আমার সম্পত্তি দখল করতে চায়। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু সমাধান চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়