প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাশেম পাটোয়ারীর ইন্তেকাল
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী (৫৭) ২৭ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের লাশ ঢাকার মালিবাগে জানাজা শেষে সেখানেই দাফন করা হয়।
তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি গ্রামে। তিনি কর্মজীবনে দৈনিক বাংলার বাণী সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন।
এদিকে সাংবাদিক আবুল কাশেম পাটওয়ারীর মৃত্যুতে মতলব প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার টরকি গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। পরবর্তীতে ১৯৮৫ সালের ২৩ এপ্রিল থেকে সাংবাদিকতাকে বেছে নেন পেশা ও নেশা হিসেবে। জাতীয় দৈনিক পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, সাহিত্য সাময়িকী সব ক্ষেত্রেই ছিল অবাধ বিচরণ, রেখেছেন কৃতিত্বের স্বাক্ষরও। গুণী এই সাংবাদিক স্বপ্ন দেখতেন মতলবে একটি প্রেস ক্লাব গঠন করার। তিনি স্বপ্নবাজ তরুণদের পাশে দাঁড়িয়ে, পত্রিকায় সংবাদকর্মী হিসেবে আবেদন থেকে শুরু করে, সংবাদ সংগ্রহ, হাতে-কলমে সংবাদ লিখা, পোস্ট/ফ্যাক্স এ সকল কাজে বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থেকে সবাইকে কার্ডধারী সাংবাদিক হতে সার্বিক সহযোগিতা করেন। ফলে তৈরি হয় একটি নিবেদিতপ্রাণ সংবাদকর্মী/লেখক গ্রুপ। তাদের মধ্যে অন্যতম হলো : আমির খসরু, গোলাম সারওয়ার সেলিম, মজিবুর রহমান খোকন, গিয়াসউদ্দিন মিলন প্রমুখ। তৎকালীন সময়ে ঢাকা থেকে প্রকাশিত প্রায় সকল দৈনিকেই মতলবের সংবাদ কর্মী ছিল। পাশাপাশি এই গ্রুপকে নিয়ে তিনি মতলব থেকেও অনিয়মিত সাময়িকী প্রকাশে ছিলেন অগ্রণী। পরবর্তীতে সভাপতি হিসেবেও নেতৃত্ব দেন মতলব প্রেসক্লাবের। তার আন্তরিক চেষ্টায় আজকের প্রেসক্লাব কার্যালয়টি জেলা পরিষদ থেকে লীজ পায় (আবেদিত হয়েছিল আমির খসরুর স্বাক্ষরে)। এক সময় ঢাকায় পাড়ি জমান তিনি। সাংবাদিকতার পাশাপাশি উচ্চ শিক্ষা বিস্তারের কাজকে পেশা হিসেবে বেছে নেন। জীবন সায়াহ্নে তিনি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বরেণ্য, গুণী ও প্রথিতযশা সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছ্
নারায়ণপুর প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি ॥ মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুল কাশেম পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব বলেন, সাংবাদিক আবুল কাশেম পাটোয়ারী একজন সজ্জন ব্যক্তি ছিলেন। সদালাপী এই মানুষটির মৃত্যুতে মতলবের সাংবাদিক সমাজ একজন গুণী মানুষকে হারালো। মহান আল্লাহতায়া’লা মরহুম আবুল কাশেম পাটোয়ারীর সকল ভুল ক্ষমা করে তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।