প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ
বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম চালানোর অঙ্গীকার
দৈনিক মানবজমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামালের ওপর বালু সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন হামলার শিকার সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, নূরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নাছির পাঠান, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, মশিউর রহমান, জাকির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডাকাতিয়া নদীকে ঘিরে একটি ভয়ানক সিন্ডিকেটের দীর্ঘদিন ধরে বালু উত্তোলন চলছে। এসব নিয়ে প্রকৃত সংবাদকর্মীরা সর্বদা সোচ্চার। যার একজন হলেন দৈনিক মানবজমিন প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পণের অফিসপ্রধান আবু হেনা মোস্তফা কামাল। তিনি সাহসী পদক্ষেপ নিয়েছেন। ফলে বালু উত্তোলনকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে ডাকাতিয়া নদীকে রক্ষা এবং বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কলম চালানোর অঙ্গীকার করছি।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চলছেই। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই। আমাদের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকলেই সংবাদকর্মীরা স্বাধীনভাবে দেশের পক্ষে কাজ করতে পারবে।
উল্লেখ্য, ক’দিন পূর্বে ফরিদগঞ্জের দক্ষিণাঞ্চলে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহে গেলে বালু সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল। ওই ঘটনায় থানায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।