প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
২৮ ডিসেম্বর ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলার আওয়ামী লীগের নেতা-কর্মী ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল ৩টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ভার্চুয়াল নির্বাচনী জনসভাকে সফল করার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সস্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।