সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

নির্বাচন উপলক্ষে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যা যা করার সব করা হবে

--------জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যা যা করার সব করা হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে। এই টিমের আহ্বায়ক হচ্ছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান। আর সদস্য সচিব হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

১৩ সদস্যের এই টিমের অন্যরা হলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদ মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই টিমের সভা অনুষ্ঠিত হয়। টিমের আহ্বায়ক জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টিমের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, টিমের সদস্য সচিব ও জেলা নির্বাচন অফিসার ব্যতীত অন্যদের নিয়ে জেলার পাঁচটি আসনের জন্যে পাঁচটি টিম গঠন করা হয়। প্রত্যেক আসনে দুজন করে।

চাঁদপুর-১ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চাঁদপুর-২ আসনে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সড়ক-জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর-৩ আসনে সিভিল সার্জন ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, চাঁদপুর-৪ আসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং চাঁদপুর-৫ আসনে জেলা শিক্ষা অফিসার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তাঁর বক্তব্যে বলেন, এই টিম পুরো জেলার নির্বাচন আচরণবিধি নিয়ে কাজ করবে। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘন হলো কিনা তা রিপোর্ট দিবে জেলা রিটার্নিং অফিসারের কাছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে এই টিম গঠন করা হয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্যে যা যা করার প্রয়োজন সব করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়